Power outage: বিদ্যুৎ বিপর্যয়, পাকিস্তান জুড়ে নেমে এল অন্ধকার

আজকাল ওয়েবডেস্ক: জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে সোমবার সকালে স্থানীয় সময় সাড়ে ৭টায়  পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

বেলা শেষে দেশ জুড়ে নেমে আসে অন্ধকার। এর জেরে দেশটির প্রধান বেশ কয়েকটি শহর  করাচি, লাহোর, ইসলামাবাদসহ বেশির ভাগ এলাকায় ২২ কোটিরও বেশি মানুষ দুর্ভোগে পড়েন। তাঁদের পুরো রাত কেটেছে অন্ধকারে। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফেরার দাবি করা হলেও এখনও দেশটির বেশির ভাগ এলাকা অন্ধাকারে ডুবে আছে।

আরও পড়ুন: Bhangar: ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, সিসিটিভি ফুটেজ দেখে আটক আরও ২
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী সোমবার রাতে এক সাক্ষাৎকারে বলেন, রাজধানী ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়েছে। সারাদেশে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এই অবস্থা দেখা দিয়েছে। 

আকর্ষণীয় খবর