আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রত্যেক যাত্রীকে বাংলাদেশে প্রবেশের তিন দিন আগে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে বিমানে যাত্রী সংখ্যার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার ওপার বাংলার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়, বাংলাদেশে প্রবেশের তিন দিন আগে যাত্রীদের http://healthdeclaration.dghs.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। যার প্রিন্টেড কিংবা সফট কপিটি (মোবাইলে) নিজের কাছে রাখতে হবে।
আরও বলা হয়, কোনও যাত্রী যদি ট্রানজিট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তবে ট্রানজিট এয়ারপোর্টে চেক-ইন করার আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। দেশে আসার পর বিমানবন্দরে যাত্রীকে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে। বোর্ডিংয়ের সময় বিমান সংস্থার কর্মীরা যাত্রীদের হেলথ কার্ড আছে কিনা যাচাই করবেন।
আরও পড়ুন: দু’দিনের সফরে ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী, সৌজন্য সাক্ষাৎ হাসিনার সঙ্গে
এতদিন স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করে দেশে প্রবেশ করতে হত। দেশে প্রবেশের পর অভিবাসন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হত যাত্রীদের। অসামরিক উড়ান কর্তৃপক্ষ অনলাইন হেলথ ডিক্লারেশন ফর্মে যাত্রীর করোনার আক্রান্তের তথ্য, টিকা, জ্বর-কাশিসহ নানা তথ্য সংযুক্ত করা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়া যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে না। তাদের টিকা দেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। আর যারা কোনও টিকা নেননি বা এক ডোজ নিয়েছেন, তাদের বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ১২ বছরের নীচে শিশুদের কোনও করোনা পরীক্ষা করাতে হবে না।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা