আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক দৃশ্য।
না দেখলে হয়ত বিশ্বাস করাই কঠিন। যারা দেখেছেন, তারা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। উড়তে উড়তে প্রায় কয়েক হাজার পাখির ঝাঁক মাটিতে আছড়ে পড়ে আচমকাই। এরপর কেটেছিল মাত্র কয়েকটা সেকেন্ড। তারপরই হঠাৎ উধাও হয়ে গেল পাখির ঝাঁক। এরপরেই দেখা যায়, কালোরঙা কয়েকশো পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। এই ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।
স্থানীয়রা হতবাক। কেউ কেউ বলছেন, রাস্তার উপরে কোনও পাখি ছটফট করছিল, বেশ কিছু পাখি আবার নিথর হয়ে পড়েছিল। একসঙ্গে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। একসঙ্গে এতগুলি পাখির মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সংবাদমাধ্যম পাখির মৃত্যুর জন্য বিষাক্ত ধোঁয়াকে দায়ী করেছে। পরিবেশবিদ রিচার্ড ব্রাউটনের মতে, কোনও বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল এই পাখির ঝাঁককে। ভয় পেয়ে পাখিগুলি কোনও বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। তার জেরেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলির। কারও কারও আবার দাবি, ৫জি প্রযুক্তির কারণেই পাখিগুলির মৃত্যু হয়েছে। আবার কারও মতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে এতগুলি পাখির মৃত্যু হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। যদিও এতগুলো পাখির একসঙ্গে মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: যুদ্ধের দামামা বাজছে, ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দূতাবাসের
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা