Kabul Blast: কাবুলে মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ওয়াজির মহম্মদ আকবর খান মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ।

ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর পুলিশ সূত্রে। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।

 

স্থানীয়  প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ম্যাগনেটিক বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এমার্জেন্সি এনজিও টুইট করে জানিয়েছে,  বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আকর্ষণীয় খবর