Long Covid: লং কোভিডের উপসর্গে ভোগে প্রতি আটজনে একজন, জানাচ্ছে ল্যান্সেটের গবেষণা 

আজকাল ওয়েবডেস্ক: প্রতি আটজনের একজনের মধ্যে লং কোভিডের অন্তত একটি উপসর্গ দেখা দেয়, একথা জানাল নামকরা ল্যান্সেট গবেষণা।

পৃথিবী জুড়ে ৫০ লক্ষেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে লং কোভিডের কিছু উপসর্গ থেকে যাওয়া নিয়ে আশঙ্কা ক্রমশ গুরুতর হচ্ছে। 
নেদারল্যান্ডসের ৭৬,৪০০ প্রাপ্তবয়স্ককে নিয়ে শুরু হয়েছিল ল্যান্সেট সংস্থার সমীক্ষাটি। ২৩টি পরিচিত লং কোভিড উপসর্গ নিয়ে তাঁদের একটি অনলাইন প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর আগস্ট পর্যন্ত প্রত্যেকে ২৪ বার প্রশ্নপত্রের উত্তর লিখেছিলেন। ওই সময়সীমার মধ্যে ৪২০০ জন (৫.৫ শতাংশ) ফের কোভিডে সংক্রমিত হওয়ার কথা জানান। তাদের মধ্যে আবার ২১ শতাংশের সংক্রমিত হওয়ার তিন থেকে পাঁচ মাসের মধ্যে একটি নতুন অথবা প্রচণ্ডভাবে বেড়ে যাওয়া উপসর্গ দেখা দিয়েছিল। 
এদিকে কোভিড কখনও হয়নি এমন এক দলের ৯ শতাংশের মধ্যেও এরকম উপসর্গ দেখা দিয়েছে। এ থেকে বোঝা গেছে যে কোভিডে আক্রান্ত হওয়ার ১২.৭ শতাংশ বা প্রতি আটজনে একজন দীর্ঘমেয়াদি উপসর্গে ভুগেছেন।    
 

আকর্ষণীয় খবর