আজকাল ওয়েবডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর পরিবারের সদস্যরা।
১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। পরিবারের ষষ্ঠ সন্তান ছিলেন তিনি। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব–অনটনের কারণে মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাঁকে। যোগ দিয়েছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতেও। বিদ্রোহী কবি হিসেবেই ছিলেন পরিচিত।