আজকাল ওয়েবডেস্ক: ৩ জুন থেকে দেশের মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে ইতালির সীমান্ত।
নিষেধাজ্ঞা উঠল দেশীয় পর্যটনে। শনিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টে। লকডাউনের প্রায় ২ মাস পর দেশের মধ্যেই ইতালীয়দের অবাধে যাতায়াতের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী।
করোনা সংক্রমণের ভয়ে টানা দুই মাস ধরে বন্ধ ছিল ইওরোপের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ইতালি। ফলে অর্থনীতি ঠেকেছে তলানিতে। সংক্রমণের ভয়ে বন্ধ রাখা হয়েছিল ব্যবসাও। তবে শনিবার সকালে ইতালির প্রধানমন্ত্রী কন্টে বিজ্ঞপ্তি জারি করে বলেন, দেশের অভ্যন্তরে অবাধেই যাতায়াত করতে পারবেন দেশবাসী। অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু ব্যবসায়ীদের ছাড়ও দেওয়া হবে। ১৮ মে থেকেই তারা নিজেদের দোকান খুলে ব্যবসা করতে পারবেন। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে তা ফের বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী কন্টে। ইতালির আগে পর্তুগাল, স্পেন, ফ্রান্স লকডাউনের বেশ কিছু নিয়মে ছাড়ের ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী কন্টের ঘোষণার পরই জানা যায়, ইতালিতে ক্রমেই হ্রাস পাচ্ছে মৃত্যুমিছিল। শুক্রবার করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। যেখানে চলতি সপ্তাহের শুরুতেই সংখ্যা ছিল ২৬২। লকডাউনের কড়া নজরদারি চালাতে ইতালিকে বেশ কয়েকটি ছোট ছোট ভাগে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সেই অঞ্চলের প্রধানেরা চাইলেই সংক্রমণ রুখতে নতুন করে কড়া নিময় লাগু করতে পারবেন। স্থানীয় এলাকাগুলিতে লকডাউন পালন করতে পারবেন তারা।
দুই মাস পর দেশে লকডাউনের নিয়মে ছাড় দিয়ে কন্টে জানান, ‘নির্মাণ কাজ, কারখানাগুলি তাদের প্রস্তুতির কাজ শুরু করতে পারেন। এমনকি ইতালীয়দের রাস্তায় হাঁটা, জগিং ও পরিবারের সঙ্গে দেশের অভ্যন্তরে ঘোরার ও অনুমতি দেওয়া হচ্ছে।’ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রশাসন গত বুধবার ৫ হাজার ৫ শো কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। মার্চ থেকে করোনার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির মিলান। এখন দেখার লকডাউনের প্রভাব কাটিয়ে কত দ্রুত ইতালি নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনতে পারে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা