আজকাল ওয়েবডেস্ক: হিজাব বিরোধী আন্দোলন দমন করতে সাধারণ মানুষের ওপর অমানুষিক নির্যাতন চালাচ্ছে ইরান সরকার।
ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এরই মধ্যে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। মিছিলে থাকা নারীদের মুখ, স্তন, উরু ও গোপনাঙ্গ লক্ষ্য করে গুলি করছে নিরাপত্তা বাহিনী। এক চিকিৎসকের মতে, নিরাপত্তারক্ষীরা আন্দোলনরত নারীদের সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করছে। নিরাপত্তারক্ষীরা বার্ডশট বা পেলেট দিয়ে বিক্ষোভকারীদের শরীরে আঘাত করছেন। কিন্তু তারা নারী ও পুরুষের শরীরের ভিন্ন অংশকে টার্গেট করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এক চিকিৎসক জানান, " আমি মাত্র ২০ বছর বয়সী একটি মেয়ের চিকিৎসা করছিলাম। দেখলাম তার গোপনাঙ্গে দুটি গুলি আটকে আছে। এছাড়া ভিতরের থাইয়ে আরও দশটি গুলি আটকে আছে। থাইয়ের বুলেটটি ডিফ্লেক্ট করতে কোনো সমস্যা হয়নি। কিন্তু গোপনাঙ্গে আটকে থাকা বুলেটটি বের করতে বেশ সমস্যা হয়েছিল।" সাধারণ বুলেট ব্যবহার না করে এই মুহূর্তে আন্দোলনকারীদের দমাতে পেলেটই ব্যবহার করছে ইরানের নিরাপত্তা রক্ষীরা। এক ধাক্কায় এক ঝাঁক পেলেট এসে বিঁধে যাচ্ছে বিদ্রোহীকারীদের শরীরে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর মাহশা আমিনি নামের এক তরুণী ইরানি পুলিশের হাতে নিহত হন। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের