আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের দামামা বাজছে।
এই পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরার পরামর্শ দিল কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। মঙ্গলবার ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক ছাড়াও যেসব পড়ুয়ারা কিয়েভে রয়েছেন, তাঁরা খুব প্রয়োজনীয় কাজ ছাড়া অবিলম্বে দেশে ফিরে আসুক। আর যাঁরা এই মুহূর্তে ফিরতে পারছেন না, তাঁরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান নাগরিকদের ইউক্রেন থেকে ফিরে আসার বার্তা দিয়েছেন। এমনকি খালি করা হচ্ছে কিয়েভের মার্কিন দূতাবাসও। পাশাপাশি জার্মানি, ইটালি, ব্রিটেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, কানাডা, নরওয়ে, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইজরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীও ইউক্রেনে বসবাসকারী দেশের নাগরিকদের ফিরে আসার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: পুরভোটে হারের দায় বিজেপির রাজ্য নেতৃত্বের উপর চাপালেন জয়প্রকাশ
এটা ঘটনা, ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়তে প্রায় প্রস্তুত রাশিয়া। এই অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এই কথা জানিয়েছেন। এদিকে, মার্কিন গোয়েন্দাদের একাংশের দাবি, বুধবারই ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া। এই অবস্থায় ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া এখন সে দেশে না থাকার পরামর্শ দিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস। ইউক্রেন সফরে নিষেধ করা হয়েছে। আর যেসব নাগরিকরা নিতান্তই প্রয়োজনের তাগিদে থাকতে বাধ্য হচ্ছেন, তাঁরা যাতে প্রতি মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, সেই আবেদন জানানো হয়েছে।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল