Japan: পর্যটকদের জন্য সুখবর, ভিসা ছাড়াই এবার যেতে পারবেন জাপানে

আজকাল ওয়েবডেস্ক: করোনা অতিমারির কারণে গত দু’ বছর কঠোর সীমান্তনীতি আরোপ করেছিল জাপান।

দেশের ও বিদেশের নাগরিকদের আসা যাওয়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে বর্তমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার কারণে সীমান্তনীতি সহজ করতে চলেছে জাপান। আগামী ১১ অক্টোবর থেকে ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন পর্যটকরা।

আরও পড়ুন: মেক্সিকোর পানাশালায় চলল গুলি, নিহত ১০

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোরতম সীমান্ত নীতি বজায় রেখেছে জাপান। গত জুন থেকে ধীরে ধীরে বিদেশিদের জন্য সীমান্ত খুললেও সংশ্লিষ্টরা বলছেন, তা যথেষ্ট নয়। উল্লেখ্য, ইয়েনের বিনিময় হার বর্তমানে সর্বনিন্মে অবস্থান করছে। এই সময়ে জাপানের পর্যটন খাত পুনরুদ্ধারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে জাপানের প্রধানমন্ত্রী জানান,  বর্তমানে জাপান সীমান্ত নিয়ন্ত্রণকে অন্যান্য গ্রুপ অব সেভেন দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে।

আকর্ষণীয় খবর