Deltacron: ‌এবার ভয় ধরাতে শুরু করল ডেল্টাক্রন, হদিশ মিলল ব্রিটেনে 

আজকাল ওয়েবডেস্ক:‌ রেহাই মিলছে না।

এবার ডেল্টাক্রনের হদিশ মিলল ব্রিটেনে। ফের এক নয়া করোনা ভ্যারিয়েন্ট ফেলল গভীর চিন্তায়। জানা গেছে এটি হাইব্রিড ভ্যারিয়েন্ট। অর্থাৎ দু’টি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি। করোনার ডেল্টা ও ওমিক্রন স্ট্রেন, দুইয়েরই চরিত্র রয়েছে এতে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়েছে। তবে নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ। এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাই বা কেমন, তা নিয়ে মুখ খোলেনি তারা। এখনও অবধি সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে করোনার ডেল্টা স্ট্রেন। উল্টোদিকে ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেন। এটি ডেকে এনেছে তৃতীয় ঢেউ। এটির সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও মৃত্যুর সংখ্যা কম ছিল। এই দুইয়ের মিশ্রণে তৈরি হওয়া ভ্যারিয়েন্ট তাই চিন্তায় রাখছে বিজ্ঞানীদের। তবে ডেল্টাক্রন এর দেখা মিললেও দৈনিক সংক্রমণ ক্রমশ কমছে ব্রিটেনে।
এটা ঘটনা, ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট প্রথম আবিষ্কার হয় সাইপ্রাসে, গত বছরের শেষের দিকে। ‘ইউনিভার্সিটি অব সাইপ্রাস’ এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস দাবি করেছিলেন, তাঁর দল ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করেছে। কসট্রিকিস তখন জানান, হাইব্রিড ভ্যারিয়েন্টটিতে রয়েছে ডেল্টার জিনোম ও ওমিক্রনের জেনেটিক চিহ্ন। যদিও বহু গবেষণা সংস্থা কসট্রিকিসের দাবিকে খারিজ করে দেয়। কিন্তু কসট্রিকিস নিজের দাবিতে অনড় ছিলেন। তাঁর আরও দাবি ছিল, ডেল্টা ও ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী ডেল্টাক্রন।

 

আরও পড়ুন:‌ প্রবল বৃষ্টির জেরে ধস ও কাদাস্রোতে বিধ্বস্ত পেট্রোপলিস, মৃত শতাধিক

আকর্ষণীয় খবর