আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী মেহমেত ওজুরেক।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তুরস্কের আর্টভিন শহরে নিজ বাসভবনে মেহমেতের অন্ত্যেষ্টিক্রিয়া হয়।
তুরস্কের বাসিন্দা মেহমেত ওজুরেকের নাক ৩.৪৬ ইঞ্চি লম্বা ছিল। ২০২১ সালের নভেম্বরে গিনেস কর্তৃপক্ষ মেহমেতকে সবচেয়ে লম্বা নাকের অধিকারী বলে ঘোষণা করে। বিশ্বের দীর্ঘতম নাকের মালিক ২০২১ সালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন, তাঁর ঘ্রাণ শক্তি অন্যান্য মানুষের তুলনায় আলাদা।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, জীবনের প্রতি মোহের জন্য সুপরিচিত ছিলেন ওজুরেক। এর আগে দু’বার জীবিত ব্যক্তির (পুরুষ) দীর্ঘতম নাকের খেতাব পেয়েছিলেন ওজুরেক। প্রথমবার ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: প্রাইমটাইম ইন লস অ্যাঞ্জেলেস’ এবং দ্বিতীয়বার ২০১০ সালে ইতালিতে ‘লো শো ডি রেকর্ড’ সেটে তাঁকে এই তকমা দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওজুরেক। গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই সময় তাঁর একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।