Corona: ‌বাড়ছে করোনা সংক্রমণ, বেজিংয়ে বন্ধ হল পার্ক–জাদুঘর 

আজকাল ওয়েবডেস্ক:‌ চিনে ফের করোনা সংক্রমণ বাড়ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার থেকে বেজিংয়ে সমস্ত পার্ক ও জাদুঘর বন্ধ করে দেওয়া হল। একাধিক শহরে প্রতিটি বাসিন্দার করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার চিনে করোনায় আক্রান্ত হন ২৮,১২৭ জন। যা গত এপ্রিলের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের কাছাকাছি।
 সংক্রমিতদের বেশিরভাগই দক্ষিণের গুয়াংঝাউ ও দক্ষিণ–পশ্চিমের চংকিং শহরের বাসিন্দা। রাজধানী বেজিংয়েও সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বেজিং প্রশাসন স্থানীয়দের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধাজ্ঞা জারি করেছে। 
সোমবার চিনে এই ভাইরাসের বলি ২ জন। গত শনি ও রবিবারে ৩ জন করে মারা যান। গত মে মাসের পর ফের চিনে করোনায় মৃত্যু হল। বেজিং প্রশাসন তাই জানিয়েছে এই শহরে ঢুকতে গেলে তিনবার টেস্টের রিপোর্ট নেগেটিভ হতে হবে। 

 

আরও পড়ুন:‌ পোশাকে ‌রামধনু‌ থাকায় আটকে দেওয়া হল মার্কিন সাংবাদিককে
 

আকর্ষণীয় খবর