আজকাল ওয়েবডেস্ক: চীনে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা।
চীনের একাধিক প্রদেশে করোনা সংক্রমণের দাপট বাড়তেই আরও একটি শহরে লকডাউন ঘোষণা করা হল। প্রায় ৪০ লক্ষ বাসিন্দার লানঝাউ শহরে মঙ্গলবার থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যন্ত জরুরি কোনও কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে সমস্ত বাসিন্দাদের। চলতি মাসের শুরু থেকেই চীনের একাধিক প্রদেশে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার নতুন করে ২৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে চীনে। এরমধ্যে গানসু প্রদেশের রাজধানী লানঝাউ শহরেই ছয়জন আক্রান্ত হয়েছেন করোনায়। নতুন করে আক্রান্তের খোঁজ মিলতেই গোটা শহরে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন।
প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, শহরের সমস্ত বাসিন্দাই যেন ঘরে থাকেন। অত্যন্ত জরুরি কোনও প্রয়োজন না থাকলে, কেউ যেন বাড়ি থেকে না বের হন। ঘরে ঢোকা–বেরনোর উপর কড়া নজর রাখা হবে প্রশাসনের তরফে। কেবলমাত্র চিকিৎসা ও অত্যাবশ্যকীয় সামগ্রী আনার জন্যই সীমিত সময়ের জন্য বেরতে দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই হচ্ছে এই সংক্রমণ। ১৭ অক্টোবর থেকে এখনও অবধি নতুন করে ১৯৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, আগামীদিনে সংক্রমণ আরও বাড়তে পারে কারণ ইতিমধ্যেই দেশজুড়ে করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে একদল স্থানীয় পর্যটকের মাধ্যমেই সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। উত্তর চীনেও প্রায় ১০ হাজার মানুষকে গৃহবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বেজিংয়েও মঙ্গলবার নতুন করে তিনজন আক্রান্তের খোঁজ মিলতেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ কোনও কাজ ছাড়া শহর ছাড়তে বারণ করা হয়েছে। একাধিক আবাসনে লকডাউন জারি করা হয়েছে।
এদিকে, সোমবারই চীনের ইনার মঙ্গোলিয়ার এজিনে লকডাউন জারি হয়েছে। ওই এলাকার ৩৫ হাজার ৭০০ বাসিন্দাকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে। বেজিং সহ ১১টি প্রদেশে গণ করোনা পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে পাঁচটি জায়গায় আন্তঃরাজ্য বা প্রদেশের মধ্যে চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের