আজকাল ওয়েবডেস্ক: তাইওয়ানের ওপর অনেক দিন ধরেই নজর রয়েছে চীনের।
তাইওয়ান বার বার নিজের সার্বভৌমত্বের দাবি পরিষ্কার করে দিলেও চীন তাতে পাত্তা দেয়নি, নিরন্তর চাপ সৃষ্টি করে গেছে। তা নিয়ে অসন্তুষ্ট আমেরিকা। চীন যদি তাইওয়ান আক্রমণ করে তবে বাধা দেবে আমেরিকা, জানিয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এও বলেন, আগুন নিয়ে খেলছে চীন।
আরও পড়ুন: শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী
চীন জোর করে তাইওয়ান দখল করতে চাইলে ওয়াশিংটন সামরিকভাবে বাধা দেবে কি না সেই প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘আমরা সেই প্রতিশ্রুতিই দিয়েছি।’ তাঁর কথায়, ‘আমরা চীনের একটা নীতিতে রাজি হয়েছি, তাই স্বাক্ষরও করেছি। কিন্তু জোর করে তাইওয়ান দখল করার পরিকল্পনা একেবারেই যথাযথ নয়। এতে গোটা অঞ্চল স্থানচ্যুত হবে এবং ইউক্রেনে যা ঘটেছে তেমন অবস্থা হবে।’
চীন-তাইওয়ান প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেন খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছে। বাইডেন বলেছেন, ‘ইউক্রেনে বর্বরতার জন্য পুতিনকে খেসারত দিতেই হবে। রাশিয়াকে দীর্ঘমেয়াদি খেসারত দিতে হবে।’ তবে মার্কিন প্রেসিডেন্টের মতে বিষয়টা শুধু রাশিয়া-ইউক্রেনে আটকে নেই। রাশিয়ার ওপর পশ্চিমি দুনিয়ার চাপ আলগা হয়ে যায় কি না সেদিকেই তাকিয়ে রয়েছে চীন।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের