আজকাল ওয়েবডেস্ক: বিগত তিন দশকের মধ্যে বৃহত্তম রেল ধর্মঘট শুরু ব্রিটেনে।
ব্রিটেনের রেল কর্মীরা মঙ্গলবার থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। দেশের ক্রমবর্ধমান মৃদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিল্পখাতে সংকটের জন্য রেলকর্মীরা এই ধর্মঘটে যোগ দেন।
সোমবার ধর্মঘট এড়াতে আলোচনা ভেঙ্গে যাওয়ায় রেল ইউনিয়ন আরএমটি-এর ৫০ হাজার সদস্য এই সপ্তাহে তিন দিনের কর্ম বিরতি শুরু করছেন। আরএমটি-এর সাধারণ সম্পাদক মিক লিঞ্চ ওভারগ্রাউরাড এবং লন্ডন আন্ডারগ্রাউন্ড উভয় ক্ষেত্রে মুদ্রাস্ফীতির তুলনায় কম বেতন বৃদ্ধিকে অগ্রহনযোগ্য বলে বর্ণনা করেছেন।
বৃটিশ পরিবহণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, অপ্রত্যাশিত গণ-বিভ্রাট এড়াতে সরকার সবকিছুই করছে। তবে তিনি সোমবার পার্লামেন্টে বলেছেন, প্রায় ২০ শতাংশ পরিবহণ সেবা চালু থাকবে। এতে জরুরি বিভাগের কর্মী, প্রধান জনসমাগম কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ মালবাহী রুটের প্রতি গুরুত্ব দেওয়া হবে।
এই ধর্মঘটের ফলে গ্লাসটোনবুরি মিউজিক ফেস্টিভ্যাল সহ বৃহস্পতিবার ও শনিবারের গুরুত্বপূর্ণ ইভেন্টে বিঘ্ন ঘটার ব্যাপক ঝুঁকি রয়েছে। স্কুলগুলো সতর্ক করে বলেছে, ধর্মঘটে হাজার হাজার কিশোর-কিশোরীর জাতীয় পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে সংকট সৃষ্টি হবে। আরএমটি জানাচ্ছে, ১৯৮৯ সালের পর ব্রিটেনের রেল নেটওয়ার্কে এটিই বৃহত্তম ধর্মঘট। ধর্মঘটের কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের