Death: বঙ্গোপসাগরে নৌকাডুবি, অন্তত ১৭ রোহিঙ্গা মৃত 

আজকাল ওয়েবডেস্ক:‌ মায়ানমার উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৭ রোহিঙ্গা মৃত।

নিখোঁজ অন্তত ৫০। জানা গেছে খারাপ আবহাওয়ার জন্যই বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়। 
প্রায় ৯০ জন যাত্রী নিয়ে নৌকাটি মালয়েশিয়া যাচ্ছিল। তার মধ্যে শিশুও ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি যাত্রীসমেত ডুবে যায়। ২০ জন সাঁতরে নিজের প্রাণ বাঁচান। মারা গেছেন অন্তত ১৭ জন রোহিঙ্গা। আর নিখোঁজ অন্তত ৫০ জন। যদিও স্থানীয় কর্তৃপক্ষ সাঁতরে ওঠা ২০ জনকে আটক করেছে। কারণ অবৈধভাবে বঙ্গোপসাগর হয়ে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গাদের দলটি। বৃহস্পতিবারই দলটি রওনা দেয়। সমুদ্রে টানা দু’‌দিন খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাটি। কোনওমতে রক্ষা পেলেও গত রবিবার আর তা সম্ভব হয়নি। সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এদিকে, রাষ্ট্রপুঞ্জের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তত ৬৩০ জন রোহিঙ্গা বঙ্গোপসাগর দিয়ে মায়ানমার থেকে পালানোর চেষ্টা করেছে। তাঁদের মধ্যে অনেকেই ধরা পড়েছে। 

আরও পড়ুন:‌ টেক্সাসের স্কুলে বন্দুকবাজের হামলা, ১৮ শিশু সহ মৃত ২১

আকর্ষণীয় খবর