আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে জোর লেগেছে আমেরিকার।
আমেরিকার আশঙ্কা, যে কোনও সময় ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। সে জন্য সে দেশ থেকে সমস্ত মার্কিন নাগরিকদের চলে যেতে বলা হয়েছিল কালকেই। আজ সরাসরি পুতিনের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন বাইডেন।
President Biden spoke with President Vladimir Putin today to make clear that if Russia further invades Ukraine, the U.S. and our allies will impose swift and severe costs on Russia. President Biden urged President Putin to engage in de-escalation and diplomacy instead. pic.twitter.com/HqK0b65kFm
— The White House (@WhiteHouse) February 12, 2022
প্রায় এক ঘণ্টা ধরে ফোনালাপ চলল দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। সূত্রের খবর, পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন, রাশিয়া যদি আক্রমণের দিকে আর এক পাও বাড়ায় তবে ওয়াশিংটন তার সমস্ত মিত্রশক্তি নিয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। তাতে দ্রুত এবং ভয়াবহ মূল্য চোকাতে হবে দেশটিকে। বাইডেন আরও বলেন, ইউক্রেনে আর একবার আক্রমণের ফলে বহু মানুষের প্রাণ যাবে এবং তাতে রাশিয়ার ভাবমূর্তি খারাপ হবে।
আরও পড়ুন: ভাল মুসলিম প্রমাণের জন্য হিজাবের দরকার নেই, জবাব দ্বাদশের পরীক্ষায় ফার্স্ট কাশ্মীরের তরুণীর
এদিকে পুতিনের অভিযোগ, রাশিয়ার দাবিতে সন্তোষজনক সাড়া দেয়নি আমেরিকা এবং ন্যাটো। রাশিয়ার দাবি ছিল, ইউক্রনকে ন্যাটোর অন্তর্গত হওয়া থেকে আটকাতে হবে এবং ন্যাটোকে পূর্ব-ইউরোপ থেকে সেনা সরাতে হবে। প্রসঙ্গত, ইউক্রেনের কাছে এই মুহুর্তে রাশিয়ারই এক লক্ষ সেনা অবস্থান করছে। যার জন্য আমেরিকা এবং তার সহযোগীরা আক্রমণের আশঙ্কা করছে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা