আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে এক কোটি ৪০ লাখ পাউন্ডে বিক্রি হল অষ্টাদশ শতাব্দীর মহীশূরের শাসক টিপু সুলতানের তলোয়ার।
মঙ্গলবার টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয়। এটি প্রত্যাশার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে।
এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিলাম হাউজে এখনও পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামী ঐতিহ্যবাহী কোনও জিনিসের মধ্যে এটাই সর্বোচ্চ দাম। বনহ্যামস এর ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, ‘তলোয়ারটির অসাধারণ ইতিহাস রয়েছে। এর উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত।’
টিপু সুলতান ১৭৮২ সাল থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন। রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিয়েছিলেন যে ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন।
১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী শ্রিরঙ্গপত্তনমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া গিয়েছিল। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তার সাহসের স্মারক স্বরূপ তলোয়ারটি দেওয়া হয়েছিল।