আজকাল ওয়েবডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন অনন্ত ৩০ জন সেনা।
দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে এই হামলা চালানো হয়। তিনটি সূত্রের বরাতে রবিবার এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার এক খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে চারজন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলা চালানো হয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় নাইজারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর হামলার পর প্রাথমিকভাবে বলেন, আজতা আবোকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাতসংখ্যক লোক নিহত হয়েছেন।
শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানায়, পরে নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাবে সেখানে গেলে, বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। তাছাড়া অ্যামবুশ হামলায় তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।
শিরোরোর সেনা ঘাঁটির এক সৈনিক বলেন, 'আমাদের সেনাদের হারানো হৃদয়বিদারক, তাঁরা শক্তিবৃদ্ধির জন্য সেখানে গিয়েছিলেন। এটি আমাদের ব্যথিত করলেও আমরা হাল ছাড়ব না।'
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার