Earthquake:‌ ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে, মৃত ১০০–র বেশি 

আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র কম্পন আফগানিস্তানে।

ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৩০ জন প্রাণ হারিয়েছেন। বুধবার সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে দেশের পূর্বে ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.‌১। জানা গেছে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানেই অন্তত ১০০ জন মারা গেছেন। আহত অন্তত ২৫০। দেশের পশ্চিমাঞ্চলের নানগরহর ও খোস্ত প্রদেশেও অনেকে মারা গেছেন এই ভূমিকম্পে। তালিবান সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান মহম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, ‘‌ভয়াবহ ভূমিকম্পে বিপুল ক্ষতি হয়েছে। মৃত বহু।’‌  বহু বাড়ি ভেঙে পড়েছে। পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তান থেকে এখনও মৃত্যুর খবর আসেনি। উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প ধাক্কা দেয় বুধবার ভোরে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। 

 

 

 

আরও পড়ুন:‌ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেই ঝাঁটা হাতে মন্দির চত্বর সাফাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়লেন দ্রৌপদী 
 

আকর্ষণীয় খবর