আজকাল ওয়েবডেস্ক: চিনা নববর্ষের অনুষ্ঠান ছিল শনিবার।
তারমাঝেই বিপত্তি। রক্তগঙ্গা বয়ে গিয়েছে আমেরিকায়। রয়টার্স সংবাদ সংস্থা সূত্রের খবর, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মন্টেরে পার্কে চিনা নববর্ষের অনুষ্ঠান চলছিল। স্থানীয় সূত্রের খবর, অনুষ্ঠানের শেষভাগে আচমকা সেখানে বন্দুকবাজের হামলা হয়। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে হতাহত বহু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কতজন আহত বা মৃত সেই তথ্য এখনও সঠিকভাবে জানা যায়নি। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কীনা, জানা যায়নি সেই তথ্যও। এমনকি কী কারণে অনুষ্ঠানের আমেজের মাঝেই আচমকা এই বন্দুকবাজের হামলা, পরিষ্কার হয়নি তাও। পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে, ঘটনাস্থলের এক রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, আচমকা তিনজন দৌড়ে এসে তাঁর রেস্তোরাঁয় প্রবেশ করেন, এবং বলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দিতে। তাঁদের কাছেই তিনি জানতে পারেন, বাইরে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের