বলিউডে পা দিয়েই তিনি সেলেবদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। অমৃতা ও সইফের বিবাহ বিচ্ছেদের প্রভাব পড়েনি তাঁর উপর। দুজনের সঙ্গেই রয়েছে সুসম্পর্ক। মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছেন সারা আলি খানের। বর্তমানে বলিউডের এই নতুন তারকার অন্যতম শখ হল, অবসরে ঘুরতে যাওয়া। সিনেমার শুটিংয়ে বিরতি পড়লে বা মায়ের জন্মদিন হোক, তিনি শহর থেকে দূরে পাহাড় বা সমুদ্রের কাছেই ছুটে যান। এবারেও পৌঁছে গেলেন সমুদ্রের কাছে। তবে উপলক্ষ্য বন্ধুর জন্মদিন উদযাপন।
সারা আলি খানের সবচেয়ে কাছের বান্ধবী সারার জন্মদিনে মালদ্বীপে পাড়ি দিলেন নায়িকা।
কয়েকদিন আগেই লাদাখে গিয়েছিলেন সারা। সেখান থেকে সোজা মালদ্বীপে পা রাখেন সারা।
সঙ্গী যদিও কাছের বান্ধবীরা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি নজর কেড়ে নিয়েছে সকলের।
কালো হট প্যান্ট এবং সাদা ঢিলে শার্টে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন সারা।
বন্ধু সারার সঙ্গেও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা জানাতেও ভোলেননি বান্ধবীকে।
মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যও ক্যামেরাবন্দি করেছেন সারা। বলাই বাহুল্য, পরিবারের থেকে দূরে বান্ধবীদের সঙ্গে যে তুমুল মজা করছেন, তা স্পষ্ট ছবিতে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা