বলিউডের নায়িকাদের সঙ্গে খেলার জগতের তারকাদের প্রেম এবং বিয়ে, যুগ যুগ ধরেই একটা ট্রেন্ড। একসময় বি টাউনে ঝড় বয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় এবং রবিনা টন্ডনের প্রেমের গুঞ্জনে। বলিউডে এত বছরের কেরিয়ারে তাঁর সঙ্গে অক্ষয় কুমারের প্রেমের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। শুধু সম্পর্ক না, রবিনা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁদের বাগদানও হয়ে গিয়েছে। অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সুদর্শন খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর প্রেমের খবর রটে যায়। বিয়ে নিয়েও গুঞ্জন রটে। শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছিলেন রবিনা। কী বলেছিলেন?
এরপরই সমস্ত ম্যাগাজিনে রটে যায় তাঁদের প্রেমের কথা। গুঞ্জন রটে তাঁরা বিয়েও করতে চলেছেন। কিন্তু জল্পনায় জল ঢেলে সম্পর্কের কথা অস্বীকার করেন রবিনা। জানান, রাহুলের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক তাঁর নেই।
রবিনা আরও বলেন, 'ঈশ্বরের দিব্যি ওঁর সঙ্গে আমার পরিচয় নেই। বন্ধুও না। যে পার্টিতে গল্প করছিলাম, সেখানে আরও অনেকেই ছিলেন। এক এক সময় এক একজনের সঙ্গে আমার নাম জড়িয়ে গুজব ছড়ানো হয়। আসলেই তা সত্য নয়।'
এক পার্টিতে একসঙ্গে অনেকক্ষণ গল্প করতে দেখা গিয়েছিল রবিনা এবং রাহুলকে। সেই পার্টিতে আরও একাধিক বলি তারকা ছিলেন। কিন্তু রবিনা-রাহুল এমনভাবেই গল্পে মশগুল ছিলেন, যে গোটা পার্টিতে তাঁরা নজর কেড়ে নিয়েছিলেন।
রবিনার মতে, এই ধরনের গুঞ্জন যেকোনও সম্পর্কের উপরেই প্রভাব ফেলে। রাহুলের সঙ্গে কথা বলতে গিয়ে এরপর থেকে তাঁর অস্বস্তিই হবে। এই গুঞ্জনের কয়েক বছর পর ২০০৩ সালে রাহুল দ্রাবিড় বিয়ে করেন। ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা।
একবার সংবাদমাধ্যমকে রবিনা জানিয়েছিলেন, রেখা এবং সুস্মিতা সেনের সঙ্গে অক্ষয় কুমারকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। তাই সম্পর্ক ভেঙে ফেলেছিলেন। কিন্তু তারপর আর কারও সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়াননি।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা