বিতর্ক, সমালোচনা, কটাক্ষ, নিন্দা, ভালবাসা, প্রেমে আরও একটা বছর কেটে গেল সাংসদ, তারকা নুসরত জাহানের জীবনে। ৮ জানুয়ারি ৩২ বছর বয়সে পা রাখলেন নুসরত। তবে বয়স বাড়লেও কোনও মনখারাপ নেই। কারণ এবছরের জন্মদিনে তাঁর শ্রেষ্ঠ উপহার আগেভাগেই তাঁর কাছে এসে পৌঁছেছে। ঈশানের মা হিসেবে এটিই তাঁর প্রথম জন্মদিন। তাই অন্যবারের তুলনায় বিশেষভাবে উদযাপন করছেন অভিনেত্রী।
কেকের সামনেই রয়েছে এক মায়ের মূর্তি। এক সদ্যোজাতকে পরম স্নেহে সে জড়িয়ে আছে। কেকটি ঈশান এবং নুসরতকে কেন্দ্র করে যে বিশেষভাবে বানানো তা স্পষ্ট।
বর্ষবরণ উদযাপনে যশের সঙ্গে চুপিচুপি গোয়ায় ঘুরতে গিয়েছিলেন নুসরত। তবে সেখান থেকে ফিরে আবারও কাজ শুরু করার কথা ছিল তাঁর। করোনা পরিস্থিতির জন্য আপাতত সবই স্থগিত।
জন্মদিনের প্রথম শুভেচ্ছাটা 'বোনুয়া' মিমি চক্রবর্তীর থেকেই পেয়েছেন নুসরত। তাছাড়াও তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জী সকলেই নেট মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ কেক এনেছিলেন প্রেমিক যশ দাশগুপ্ত। সাদা রঙের তিন তলা 'পরী কেকে' ফুঁ দিয়ে উদযাপন শুরু করেছেন নুসরত।
জন্মদিনের কেক কাটার ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'এক বছর বয়স আরও বেড়ে যাওয়া এর আগে কখনও এতটা আর্শীবাদের হয়নি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ অবশ্যই।'
Droupadi Murmu: নৈশভোজে গুণীজন সান্নিধ্যে বাঙালি খাবার উপভোগ করলেন রাষ্ট্রপতি
DA Protest: ৪৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার ডিএ আন্দোলনকারীদের
Aajkaal: ৪৩-এ পা, ঐক্যবদ্ধ হয়ে এগনোর শপথ নিল আজকাল
Droupadi Murmu- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি, নেতাজি ইন্ডোরে আদিবীসীদের সঙ্গে নাচলেন মমতা