জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। অসর মালিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মালালা। বিয়ের আসর বসেছিল বার্মিংহামে। বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে মালালা লেখেন, 'আমার জীবনের অন্যতম মূল্যবান একটি মুহূর্ত। আজীবন একসঙ্গে বেঁধে থাকার জন্য অসর ও আমি আজ গাঁটছড়া বাঁধলাম। বার্মিংহামের বাড়িতে ঘরোয়া নিকাহ অনুষ্ঠান আমরা বিশেষভাবে উদযাপন করছি।'
বার্মিংহামে মা-বাবার উপস্থিতিতে নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালালা ইউসুফজাইয়ের।
অসর মালিকের পরিচয় টুইটারে শেয়ার করেননি। তবে অসর পাক ক্রিকেট বোর্ডের কর্তা বলেই জানা গিয়েছে।
বিয়ের সাজে ছিল না কোনও বাহুল্য। হালকা গোলাপি রঙের সালোয়ার, কামিজে সেজেছিলেন মালালা।
হাতে মেহেন্দি আর সামান্য গয়নায় নববধূর রূপে ধরা দিয়েছেন মালালা।
২০১২ সালে নারীর শিক্ষার অধিকারে সরব হওয়ায় তালিবানের হাতে গুলিবিদ্ধ হন তিনি। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা