জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। অসর মালিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মালালা। বিয়ের আসর বসেছিল বার্মিংহামে। বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে মালালা লেখেন, 'আমার জীবনের অন্যতম মূল্যবান একটি মুহূর্ত। আজীবন একসঙ্গে বেঁধে থাকার জন্য অসর ও আমি আজ গাঁটছড়া বাঁধলাম। বার্মিংহামের বাড়িতে ঘরোয়া নিকাহ অনুষ্ঠান আমরা বিশেষভাবে উদযাপন করছি।'
বার্মিংহামে মা-বাবার উপস্থিতিতে নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালালা ইউসুফজাইয়ের।
অসর মালিকের পরিচয় টুইটারে শেয়ার করেননি। তবে অসর পাক ক্রিকেট বোর্ডের কর্তা বলেই জানা গিয়েছে।
বিয়ের সাজে ছিল না কোনও বাহুল্য। হালকা গোলাপি রঙের সালোয়ার, কামিজে সেজেছিলেন মালালা।
হাতে মেহেন্দি আর সামান্য গয়নায় নববধূর রূপে ধরা দিয়েছেন মালালা।
২০১২ সালে নারীর শিক্ষার অধিকারে সরব হওয়ায় তালিবানের হাতে গুলিবিদ্ধ হন তিনি। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়