সংবাদসংস্থা, মুম্বই: পুরুষদের ফ্যাশন জগতে বিপ্লব! একঘেয়েমি ঝেড়ে ফেলে সাজ পোশাকে আসছে নতুন নতুন চমক। পথ দেখাচ্ছেন রণবীর সিং, শহিদ কাপুর, আয়ুষ্মান খুরানা এবং অভিষেক বচ্চন সহ প্রিয় সেলিব্রিটিরা। বিয়েবাড়ি হোক বা পার্টি, অফিস কিংবা প্রিয়জনের সঙ্গে একটা রোম্যান্টিক সন্ধে– রসে বশে থাকুন রঙিন পোশাকে। মনের রং মাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে অনুভব করুন এক নতুন 'আমি'কে।
শাড়ির রকম ফের যদি থাকে, স্যুটেরও থাকা উচিৎ। আপনি কী মনে করেন? প্রাণহীন সাদা, নীল, কালো স্যুটের পরিবর্তে ব্যবহার করতেই পারেন চান্দেরী কাপড়ের তৈরি স্যুট। রঙিন, ঝলমলে আর ফুরফরে থাকুন 'গাল্লি বয়' রণবীর সিং এর মতো করেই।
টার্টলনেক, শীতকালের জন্য সেরা। আপনি এগুলিকে একটি আরামদায়ক মাফলার দিয়ে লেয়ার করতে পারেন অনায়াসেই। চটকদার জ্যাকেট'ও ভাল লাগবে। ক্রু-নেক টি-শার্টের সঙ্গেও পরা যেতে পারে। রাজকুমার রা্ও, ভিকি কৌশল, অভিষেক বচ্চনকে দেখে কী মনে হচ্ছে! মানাবে?
কেতাদুরস্ত ব্লেজার এখন ফ্যাশনে ইন।
ব্লেজার পরছেন মানেই ফর্ম্যাল ট্রাউজার বা ডেনিম পরতেই হবে এমন কোনও নিয়ম নেই। বরং ছক ভেঙে নতুন স্টেটমেন্ট তৈরি করুন। অভিনেতা বিজয় বর্মা'র মতো করেই। ব্লেজারের সঙ্গেই টাই–ডাই করা ট্রাউজার এখন ফ্যাশনে ইন।
'ব্লিং' শীতের ব্লেজারে এক কেতাদুরস্ত সংযোজন। শাহিদ কাপুর এবং আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রাজকুমার রাও, অভিষেক বচ্চন– বিনোদন জগতের সব পুরুষই নিজেদের স্টাইল স্টেটমেন্টে যোগ করেছেন 'ব্লিং'। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এটি আকর্ষণীয় নিঃসন্দেহে। টার্টলনেক, শীতকালের জন্য সেরা। আপনি এগুলিকে একটি আরামদায়ক মাফলার দিয়ে লেয়ার করতে পারেন অনায়াসেই। চটকদার জ্যাকেট'ও ভাল লাগবে। ক্রু-নেক টি-শার্টের সঙ্গেও পরা যেতে পারে। আয়ুষ্মান খুরানা, অভিষেক বচ্চন কে দেখে কী মনে হচ্ছে! মানাবে?টার্টলনেক, শীতকালের জন্য সেরা। আপনি
বদলে যাচ্ছে হাল ফ্যাশন। একঘেয়ে শার্টের পরিবর্তে প্রাণবন্ত ফ্লোরাল শার্ট ও টি-শার্টের সঙ্গে ক্যাসুয়াল ব্লেজার, দিন বদলের কথা বলছে পুরুষদের ফ্যাশনে। আপনার স্ট্যান্ডার্ড ফ্যাশন স্টেটমেন্টকে নজরকাড়া করতে পরুন বিভিন্ন প্রিন্টেড শার্ট, পোলো টি-শার্ট, প্লীটেড নো-কলার শার্ট এবং প্লেইন টি-শার্ট। শীতের আমেজ ধরে রাখতে শার্টের সঙ্গে পরুন ফিউশন ব্লেজার।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের