জীবনের নতুন অধ্যায় শুরু হল ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের। অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস তাঁরা। ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হয়নি তাঁদের। বরং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়দের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে তাঁদের বিবাহিত জীবনের শুরু। বিয়ের কয়েকদিন পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ফারহান-শিবানী। যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। বলাই বাহুল্য, তাক লাগানো ছবিতে চোখ আটকে গেছে নেটিজেনদেরও।
এমন আনন্দঘন আবহে শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচ করতেও দেখা যায় শিবানীকে। শাবানা আজমিও পার্টিতে তুমুল হুল্লোড়ে মেতে ওঠেন।
শিবানীর বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা, হৃতিক রোশন, রাকেশ রোশন, রীতেশ সিদওয়ানি, জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকর, ফারহা খান সকলেই উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে।
শপথ জ্ঞাপনের পর আংটি বদল করেন তাঁরা। নতুন অধ্যায়ে পা রাখার আনন্দে দু'জন দু'জনের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন এঁকে দেন।
জাভেদ আখতার ও শাবানা আজমির খামারবাড়িতে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করলেন ফারহান-শিবানী। ফারহানের দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর দুই মেয়ে শাকিয়া ও আকিরা।
লাল রঙের গাউনে সেজেছিলেন শিবানী। কানে হিরের দুল ছাড়া আর কোনও গয়না পরেননি। অন্যদিকে কালো রঙের স্যুটে বরের বেশে ছিলেন ফারহান।
বিয়ের অনুষ্ঠানে বন্ধু হৃত্বিক এবং ফারহার সঙ্গে ফারহানের নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই মুহূর্তের কয়েকটি ছবিও শেয়ার করেছেন পরিচালক।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান