বন্দনে–ক্রন্দনে পথে নামল ফুটবল দুনিয়া
অবিশ্বাস্যের কান্না। ‘বিদায়’ বলতে না পারার কান্না। স্বজনহারার কান্না। মার খেয়েও উঠে দাঁড়ানোর জেদ দেখানো বিপ্লবীকে, আর কখনও ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’ বলতে না পারার কান্না। এক হয়ে ঝরে পড়ল, পড়তেই থাকল বুধবার রাত যত গভীর হল। দিয়েগো মারাদোনা নেই।