কোভিড-মুক্ত হওয়ার কতদিন পর বুস্টার ডোজ পাবেন? কীভাবে করবেন রেজিস্ট্রেশন

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হারের মধ্যে দেশে আজ থেকে শুরু বুস্টার ডোজ প্রক্রিয়া। ইতিমধ্যেই ৩ জানুয়ারি থেকে জোরকদমে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, শনিবার বিকেল থেকেই কোউইন পোর্টালে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর ও তার বেশি বয়সিদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ নিতে গেলে চিকিৎসকের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই। ১০ জানুয়ারি থেকে সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে বিনামূল্যে বুস্টার ডোজ মিলবে। এছাড়া বেসরকারি হাসপাতাল থেকেও টিকা পাওয়া যাবে অর্থের বিনিময়ে।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

কোভিড-মুক্ত হওয়ার ৩ মাস পর বুস্টার ডোজ পাবেন সকলে।

কোভিড-মুক্ত হওয়ার ৩ মাস পর বুস্টার ডোজ পাবেন সকলে।

রাজ্যে সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধা, ২২ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা বুস্টার ডোজ পাবেন।

রাজ্যে সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধা, ২২ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা বুস্টার ডোজ পাবেন।

অতীতে দুটি ডোজ যে টিকার নিয়েছেন, সেই টিকারই বুস্টার ডোজ পাবেন।

অতীতে দুটি ডোজ যে টিকার নিয়েছেন, সেই টিকারই বুস্টার ডোজ পাবেন।

অর্থাৎ কোভিশিল্ড টিকা নিয়েছেন যাঁরা, তাঁরা এরই বুস্টার ডোজ পাবেন। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও সমান।

অর্থাৎ কোভিশিল্ড টিকা নিয়েছেন যাঁরা, তাঁরা এরই বুস্টার ডোজ পাবেন। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও সমান।