আজকালের প্রতিবেদন, হুগলি: সিবিএসই দশম শ্রেণিতে ভাল ফল করল চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পড়ুয়া। এ বছর মোট ২২৬ জন পরীক্ষায় বসে। প্রত্যেকেই ভাল ফল করেছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের অধিকাংশই ৯০ থেকে ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। চুঁচুড়া লাইব্রেরি রোডের অভিরূপ দেব ৯৯ শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছে। ইংরেজি, অঙ্ক ও সোশ্যাল সায়েন্সে ১০০–য় ১০০ পেয়েছে অভিরূপ। এবার করোনা পরিস্থিতির জেরে মেধাতালিকা প্রকাশ করা হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল সিবিএসই বোর্ড। রাজ্যে ১৮ মার্চ সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়। তার ৫ দিনের মাথায় গোটা দেশে লকডাউন। বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল। যে কারণে পরীক্ষার ফল বেরোতেও দেরি হয়। তবে স্কুলের সার্বিক ফলে খুশি চুঁচুড়া স্কুলের প্রিন্সিপাল প্রদীপ্তা চ্যাটার্জি।