Omicron: দু'টি ডোজ নিয়েও সদ্য করোনা আক্রান্ত! দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত গবেষণায়

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী ওমিক্রন, এমনটাই মত বিশেষজ্ঞদের।

ডেল্টার তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক ওমিক্রনে অসুস্থতা ও হাসপাতালে ভর্তির হার অত্যন্ত কম। তাই শুরু থেকেই ওমিক্রনকে হালকাভাবে নিচ্ছিলেন সাধারণ মানুষ। করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এমন মানুষও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কি আবার তাঁরা করোনায় আক্রান্ত হবেন? এই বিষয়েই এবার ইঙ্গিত মিলল সাম্প্রতিক গবেষণায়। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে, ওমিক্রনের উপপ্রজাতি বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ডেনমার্কে হু হু করে বাড়ছিল ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্তের সংখ্যা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওমিক্রনের উপপ্রজাতি এতটাই শক্তিশালী, যে অ্যান্টিবডির প্রাচীর ভেঙে শরীরে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এটি। সদ্য করোনা আক্রান্ত হয়েছেন, বা টিকার দুটি ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরাও ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্ত হতে পারেন। তাই এই পরিস্থিতিতে বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে সকলের। 
গবেষকদের দাবি, ওমিক্রনকে হালকাভাবে নিয়ে অনেকেই সঠিকভাবে সুরক্ষাবিধি মেনে চলছিলেন না। টিকা নিতেও অনীহা প্রকাশ করছেন বহু মানুষ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বুস্টার ডোজ ওমিক্রনের উপপ্রজাতিতে সংক্রমণ রুখতে সক্ষম হতে পারে। সম্ভবত এর পরেই অতিমারির পরিসমাপ্তি ঘটতে পারে। 
আরও পড়ুন: ৫ বছরের কমবয়সি শিশুদেরও টিকা!‌ আমেরিকায় অনুমোদন চাইল ফাইজার সংস্থা

আকর্ষণীয় খবর