আজকাল ওয়েবডেস্ক: স্তন ক্যানসার এমন এক ধরনের ক্যানসার, যার রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সংমিশ্রনে চিকিৎসা করা হয়।
ঠিক সময় ধরা পড়লে, এই ধরনের ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য।
এবার স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমেই, দাবি করছে লন্ডনের ন্যাশানাল হেল্থ সার্ভিস (এনএইচএস)। স্তন ক্যানসারে আক্রান্ত ইংল্যান্ডের হাজার হাজার নারী এনএইচএস-এর একটি নতুন ওষুধ থেকে উপকৃত হবেন। ওষুধটি এই রোগ ফিরে আসার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে বলে মনে করছেন তাঁরা।
‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেল্থ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স’ (নাইস) অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে। এই ওষুধ টিউমার অপসারণের পরে স্তন ক্যানসারের ফিরে আসার আশঙ্কা হ্রাস করবে। পরিসংখ্যান বলছে, প্রতি ৮ জনের মধ্যে এক জন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না পুরুষরাও। ভারতীয় উপমহাদেশে এই পরিসংখ্যান আরও উদ্বেগজনক।