আজকাল ওয়েবডেস্ক: ব্লাড–ক্যান্সারে আক্রান্ত রোগীদের ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের সময়সাধারণত জটিলতা হয়। তা কমানোর উপায় খুঁজে পেয়েছেন বলে দাবি করলেন আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় মেলভিন বা আইইউ এবং ব্রেন সিমন কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের গবেষকরা। শেরিফ ফ্যারাগ নামে এক গবেষকের দাবি, টাইপ–২ ডায়াবিটিসে ব্যবহৃত একটি ওষুধ লিউকোমিয়া রোগীদের অ্যাকিউট গ্রাফ্ট–ভার্সেস–হট–ডিজিস বা জিভিএইচডি নামক জটিলতার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। এই জিভিএইচডি সাধারণত ৩০ শতাংশ লিউকোমিয়া রোগীদের মধ্যে দেখা দেয় এবং এর উপসর্গ প্রায়শই প্রাণঘাতী হয় এধরনের রোগীদের পক্ষে। আইইউ–র গবেষকদের সমীক্ষায়, ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্টের রোগীরা সাইট্যাগলিপটিন নামক একটি ওরাল ওষুধ দেওয়া হয়েছিল। কোষ প্রতিস্থাপনের ১০০ দিনের মাথায় ৩৬ জন রোগীর মধ্যে মাত্র দুজনের মধ্যে অ্যাকিউট জিভিএইচডি দেখা দিয়েছে। ১৮–৬০ বছর বয়স্ক রোগীদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। প্রতিস্থাপনের একদিন আগে, প্রতিস্থাপনের দিন এবং তার ১৪ দিন পর সাইট্যাগলিপটিন তাঁদের খাওয়ানো হয়। এই রোগীদের কারও ব্লাড স্টেম সেল ট্রান্সপ্লান্টের পর সাধারণত যে ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় তার কিছুই হয়নি। সমীক্ষা শেষে বলছেন বিজ্ঞানীরা।