আজকাল ওয়েবডেস্ক: যাঁরা কোভিড–১৯–এ অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন, সেরে ওঠার পর তাঁদের ফুসফুস সম্পূর্ণ নিরাময় হয়ে গিয়েছে। বরং আরও ভালোভাবে কাজ করছে। নতুন সমীক্ষায় এমনটাই দাবি করেছেন, একদল বিজ্ঞানী। কোভিড–১৯–এর ভাইরাস সার্স কোভ–২ ফুসফুসের ঠিক কতটা ক্ষতি করে এবং সেরে ওঠার পর মানুষের স্বাস্থ্যে তার কতটা কুপ্রভাব দেখা দেয় তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। অনলাইনে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিডের পর যে শারীরিক দুর্বলতা দেখা দেয়, তার সঙ্গে ফুসফুস খারাপ হয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। কোভিড থেকে সেরে ওঠার ৭৫ দিন পর ১৫৩ জন রোগীর উপর সমীক্ষা চালিয়েছিল দলটি। এই সব রোগীদের তিন ভাগে ভাগ করা হয়েছিল— যাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়নি, যাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং যাঁরা আইসিইউ–তে ছিলেন। এই ১৫৩ জন রোগীর মধ্যে ৭৪ জনের সংক্রমণ ছিল অতি গুরুতর। সমীক্ষায় রোগীদের বুকের এক্স–রে নেওয়া হয়। তাঁদের নিজেদের স্বাভাবিক গতিতে ছয় মিনিট হাঁটতে বলেছিলেন গবেষকরা। ৬২ শতাংশ রোগী বলেন তাঁরা এখনও পুরো সুস্থ বোধ করছেন না। ৪৭ শতাংশ রোগী বলেন, তাঁদের ক্লান্ত লাগছে। কিন্তু গবেষকরা বলছেন, তাঁরা যতটা খারাপ ভেবেছিলেন, রোগীদের বুকের এক্স–রে সেরকম খারাপ একেবারেই নয়। কোভিড–১৯–এ ফুসফুসে ফাইব্রোসিস হয় না। এবং মাত্র চার শতাংশ রোগীর ফুসফুসের সিটি স্ক্যান খারাপ এসেছে।