আজকাল ওয়েবডেস্ক: ১২ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়া যেতে পারে ‘করবিভ্যাক্স’।
এমনটাই পরামর্শ দিয়েছে ‘ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া’-র বিশেষজ্ঞ কমিটি। তবে ডিসিজিআই-এর চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেই অনুমতি মিললেই এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে। জানা গিয়েছে, ২৮ দিনের ব্যবধানে দু’টি টিকা দিতে হবে। দামও হাতের নাগালে। ডোজ প্রতি দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। এই করবিভ্যাক্স ভ্যাকসিন হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা ‘বায়োলজিক্যাল ই’-র তৈরি।
আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগ করেন? ভাগ্য বদলে দিতে পারে IPO
চূড়ান্ত অনুমোদনের জন্য ডিসিজিআই-এর কাছে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে সংস্থার তরফে। জানা গিয়েছে, বায়োলজিক্যাল ই-কে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। এটি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই টিকার ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সে অর্থে এই ভ্যাকসিন ব্যবহার করা হয়নি। তবে এবার অপ্রাপ্তবয়স্কদের সেই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সাবজেক্ট এক্সপার্ট কমিটি এই ভ্যাকসিনের অনুমোদনের জন্য মত প্রকাশ করেছে। কেন্দ্রের তরফেও ইতিমধ্যে করবিভ্যাক্স-এর পাঁচ কোটি ডোজ প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা