আজকাল ওয়েবডেস্ক: ছবির জগতকে গতবছরই বিদায় জানিয়েছিলেন। এবার সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সব ছবি ডিলিট করতে নিজের অনুরোগীদের অনুরোধ করলেন জাইরা ওয়াসিম।
আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তাঁর বড় মেয়ে গীতা ফোগটের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন জাইরা। তারপর ‘দ্য সিক্রেট সুপারস্টার’, ‘স্কাই ইস পিঙ্ক’–এর মতো প্রশংসিত ছবিতে তাঁর পরিশীলিত অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু গতবছর হঠাৎই ছবির জগত থেকে অবসর নেন জাইরা। তাঁর এভাবে ছবির জগতকে বিদায় জানানোয় অনেকেই অবার হয়ে গিয়েছিলেন।
এবার তিনি তাঁর অনুরাগীদের তাঁকে জনপ্রিয়তা দেওয়া এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অনুরোধ করেছেন, তাঁর ছবি যেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় না শেয়ার করেন এবং ডিলিট করে দেন পুরোপুরিভাবে। জাইরা আরও লিখেছেন, নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। এবং তাঁর ফ্যানেরা তাঁর অনুরোধ রাখবেন বলেই আশাপ্রকাশ করেছেন জাইরা।