Television: ‘রাঙা বৌ’, ‘বাংলা মিডিয়াম’-এর জোর টক্কর! টিআরপি-তে কে, কাকে টেক্কা দিল?

নিজস্ব সংবাদদাতা: টেলিপাড়ার প্রচলিত চর্চা, দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে নাকি অলিখিত দ্বন্দ্ব!

সত্যি-মিথ্যে জানা নেই।

তবে দুই চ্যানেলের দুটো ধারাবাহিকে যে জোর লড়াই সেটা প্রমাণিত। চলতি সপ্তাহে রেটিং চার্টের পঞ্চম স্থান দুটি ধারাবাহিকের দখলে। কয়েক সপ্তাহ ধরেই পঞ্চমে জি বাংলার ‘রাঙা বৌ’। এ বারে তার ঘাড়ে শ্বাস ফেলেছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’। খুব দ্রুত ধারাবাহিকটি প্রথম দশ থেকে প্রথম পাঁচে ঢুকে পড়েছে।

আরও পড়ুন: Television: ‘চার কন্যা’র এক কন্যা কিনা জানি না, ‘রামপ্রসাদ’-এ চুটিয়ে অভিনয় করছি: সৌমিলি

তা হলে ‘বাংলা সেরা’ কে? গত তিন সপ্তাহ ধরে লাগাম আবারও ‘অনুরাগের ছোঁয়া’র হাতে। তার প্রাপ্ত নম্বর ৭.৫। অর্থাৎ, সূর্য-দীপার টানাপড়েনই ছিনিয়ে নিচ্ছে সেরার শিরোপা। দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। তার প্রাপ্তি ৭.০ নম্বর। তৃতীয় এবং চতুর্থ যথাক্রমে ‘গৌরী এল’, ‘নিমফুলের মধু’। এরা পেয়েছে যথাক্রমে ৬.৮, ৬.৪। পাঁচে ‘রাঙা বৌ’, ‘বাংলা মিডিয়াম’। তাদের প্রাপ্তি ৫.৫।

ষষ্ঠ এবং সপ্তম স্থানে ধারাবাহিক এবং রিয়্যালিটি শো-এর যুগলবন্দি। ৫.৪ পেয়ে ষষ্ঠ ধারাবাহিক ‘পঞ্চমী’, রিয়্যালিটি শো ‘দিদি নং ১’। সপ্তমে ‘এক্কা দোক্কা’, ‘ডান্স বাংলা ডান্স’। তারা পেয়েছে ৫.৩। অষ্টম স্থানে ‘মেয়েবেলা’ আর ‘হরগৌরী পাইস হোটেল’। দুটো ধারাবাহিকই পেয়েছে ৪.৭। নবমে ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকটি পেয়েছে ৪.৪ নম্বর। ৪.৩ পেয়ে দশম স্থানে কমলা ও ‘শ্রীমান পৃথ্বীরাজ’।

আকর্ষণীয় খবর