Virat-Anushka: 'রেসপেক্ট বস!', ঝুলন-রূপী অনুষ্কার উদ্দেশে মন্তব্য বিরাটের

আজকাল ওয়েবডেস্ক: আবারও স্ত্রী অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি।

মেয়ে ভামিকার জন্মের পর মা অনুষ্কা ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি। দীর্ঘ ৪ বছরের বিরতির পর শুটিং ফ্লোরে। পর্দায় ঝুলন গোস্বামী হয়ে ওঠার জন্য নিজেকে নিংড়ে, ভেঙে গড়ে এতদিনের প্রস্তুতির ভিডিও, শুটিংয়ের ঝলক আগেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামী হয়ে ওঠা তো মুখের কথা নয়। প্রস্তুতি পর্বে তাঁর ছায়াসঙ্গী ছিলেন খোদ ঝুলন। তার পরেও দিনরাত এক করে পরিশ্রম করে গেছেন অনুষ্কা। স্ত্রীর অভিনয়ের প্রতি এই নিষ্ঠা দেখেই মুগ্ধ বিরাট। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং দেখার অভিজ্ঞতা শেয়ার করেন বিরাট। তিনি বলেন, 'আমি তো ভাবতেই পারি না যে টানা ১৮ ঘণ্টা শুটিং করব। আমরা শুধু আড়াই ঘণ্টার সিনেমা দেখে চলে আসি। এর পিছনে যে কী পরিশ্রম থাকে, সেটা দেখি না। শুট, আবার রিশুট। কত লোকের পরিশ্রম জড়িয়ে এর সঙ্গে।' 

অনুষ্কার প্রশংসা করে তিনি আরও বলেন, 'চরিত্রের সঙ্গে মানানসই হওয়ার জন্য অনুষ্কাকে পরিশ্রম করতে দেখেছি আমি। একটাই কথা বলব, রেসপেক্ট বস। এই ধরনের কাজ ওঁ প্রথমবার করেছে, তাও আবার বোলিংয়ের মতো বিষয়। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল ওঁর কাছে।' 

আকর্ষণীয় খবর