Vikram Gokhale:  চোখ খুলছেন বিক্রম, ৪৮ ঘণ্টায় ভেন্টিলেশন সাপোর্ট সরানো হতে পারে

সংবাদসংস্থা, মুম্বই:   ক্রমশ ভাল হচ্ছেন বিক্রম গোখলে।

চোখও খুলছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এই ধারা বজায় থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভেন্টিলেশন সাপোর্ট সরানো হতে পারে বিক্রম গোখলের। জানিয়েছেন, দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের পিআরও শিরিষ ইয়াদগিকার। প্রথম দিন থেকেই পুণের এই হাসপাতালে চিকিৎসা চলছে প্রবীণ অভিনেতার। দিন দুই আগে আচমকাই বিক্রমের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

শিরিষের আরও দাবি, "বিক্রমের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আপাতত তাঁর শরীর-স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছেন একদল চিকিৎসক। তাঁদের মতে, এ ভাবে উন্নতি হলে খুব শিগগিরিই হয়তো ভেন্টিলেশন সাপোর্ট সরানো হতে পারে।" বিক্রমের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই বলিউডে নেমে এসেছিল শোকের ছায়া। পরে অভিনেতার মেয়ে নেহা গোখলে খারিজ করেন সেই খবর। বলেন, " বাবা লাইফ সাপোর্টে আছেন। এখনও জীবিত। সবাই বাবার জন্য প্রার্থনা করুন"।

এ প্রসঙ্গে হাসপাতালের এক আধিকারিকের বক্তব্য, প্রথম দিকে গোখলেকে পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল। রোগীর সঙ্গে চিকিৎসকেরাও সমানে লড়াই চালিয়েছিলেন। আশা, সেই লড়াই ব্যর্থ হবে না। বড় পর্দায় বিক্রমকে শেষ দেখা গিয়েছিল জিতেন্দ্র যোশীর 'গোদাবরী'-তে। তাঁর সহ-অভিনেতা ছিলেন নীনা কুলকার্নি, গৌরি নালাওয়াদের।

আকর্ষণীয় খবর