আজকাল ওয়েবডেস্ক: ওয়েব সিরিজ মির্জাপুরের নির্মাতাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা মির্জাপুরেরি এক বাসিন্দা। তা নিয়ে নির্মাতা এবং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়েব সিরিজে মির্জাপুর শহরটিকে যেভাবে দেখানো হচ্ছে তা যথাযথ নয়, এমন অভিযোগ এসেছিল গত বছরও। মির্জাপুর তথা উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই সিরিজে বলে অভিযোগ। সিরিজটির প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার এবং ভৌমিক গোন্ডালিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগের তদন্ত করতে এবং ওয়েব সিরিজ নির্মাতাদের জিজ্ঞাসাবাদ করতে মুম্বই পৌঁছেছে উত্তরপ্রদেশের পুলিশ। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় এ বিষয়ে বিভিন্ন অনুমতি নিতে হবে যোগীর রাজ্যের পুলিশকে। তাদের প্রতিনিধি বিএইচ চৌরাসিয়া বলেন, ‘মির্জাপুর ওয়েব সিরিজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার এবং অ্যামাজন প্রাইমের এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ। তদন্তের সুবিধার জন্য ডিসিপি-র অনুমতি নিতে এসেছিলাম। যদিও ডিসিপি অনুপস্থিত, তাই আবার আসব।’
ছবি সূত্র: টুইটার