সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’।
জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
অনুমতি পেলেন জ্যাকলিন?
মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউজ আদালত জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। অভিযোগ, অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অর্থ পাচার মামলায় জড়িত। আদালত থেকে ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন তিনি। বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিক নায়িকার আবেদন মঞ্জুর করে জানিয়েছেন, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত আইফা পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। উড়ে যেতে পারবেন আবুধাবিতে। পাশাপাশি, বিচারক তাঁকে ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত ইতালির মিলানে যাওয়ার অনুমতিও দিয়েছেন।
হোটেলে পরিচালকের দেহ!
ফের মৃত্যুসংবাদ! বুধবার উত্তর প্রদেশের সোনভদ্রার একটি হোটেলে এক ভোজপুরি প্রযোজক-পরিচালকের দেহ মিলল। বয়স হয়েছিল ৬০ বছর। স্থানীয় পুলিশ অফিসার মনোজ কুমার সিং জানিয়েছেন, বারাণসীর বাসিন্দা সুভাষ চন্দ্র গত ১১ দিন ধরে ৪০ সদস্যের একটি দল নিয়ে রবার্টসগঞ্জের একটি হোটেলে ছিলেন। ছবির শুটিং করছিলেন তিনি। তাঁর কথায়, "রোজের হিসেব মিটিয়ে মঙ্গলবার রাত ১০টায় পরিচালক ঘরে যান। বুধবার সকাল ১০টাতেও দরজা না খোলায় হোটেল কর্মীরা পুলিশকে জানায়। পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।" দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রয়াত কিংবদন্তি রক গায়িকা
রক মিউজিক মেয়েরাও গাইতে পারে, প্রমাণ করেছিলেন টিনা টার্নার। দীর্ঘ রোগভোগের পর ৮৩ বছর বয়সে প্রয়াত সেই কিংবদন্তি গায়িকা। সুইজারল্যান্ডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 'রক অ্যান্ড রোলের রানি' নামে পরিচিত টিনার জন্ম ১৯৫০-এ। কয়েক দশক এমটিভি মঞ্চে একছত্র রাজপাট ছিল তাঁর।
প্রতি ছবি ৪০ কোটি!
আগামী ছবি ‘ব্লাডি ড্যাডি’তে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহিদ কাপুর? ট্রেলারের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এমন খবর চাউর। অভিনেতা নিজেই জানান, তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। আলি আব্বাস জাফরের ছবিতে ৪০ কোটি টাকা নিয়েছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তাঁর জবাব, এই অঙ্ক নিয়ে তাঁদের মাথা না ঘামানোই ভাল।
অক্ষয়ের পথে কঙ্গনাও
অক্ষয় কুমারের মতোই কেদারনাথ দর্শনে কঙ্গনা রানাওয়াত। মন্দির দর্শনের পর বেশ কিছু ছবি সামাজিক পাতায় ভাগ করেছেন তিনি। নায়িকার সঙ্গী জনপ্রিয় লেখক বিজয়েন্দ্র প্রসাদ। বিজয়েন্দ্র ‘আরআরআর’ এবং কঙ্গনার ‘ইমার্জেন্সি’র গল্প লিখেছেন।