Viral: জলের তলায় মুন ওয়াক! নৃত্যশিল্পীর কীর্তি ঝড় তুলল নেট দুনিয়ায়

আজকাল ওয়েবডেস্ক: আলো ঝলমলে মঞ্চে কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের মুন ওয়াক বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল।

যা এখনও চর্চিত, আলোচিত বিভিন্ন মহলে। তাঁর পথ এবার অনুসরণ করলেন ভারতীয় এক নৃত্যশিল্পী। তবে তিনি মঞ্চে নন, বরং জলের তলায় মুন ওয়াক দেখিয়ে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। 

সম্প্রতি ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও। নৃত্যশিল্পী জয়দীপ গহিল। ভিডিওটি তিনিই নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যেখানে দেখা গেছে, জলের তলায় একটি বোর্ড। সেই বোর্ডের উপর তিনি একবার মুন ওয়াক করলেন। আবার সঙ্গে সঙ্গে উল্টে, মাথা নীচে, পা উপরে করে আবারও মুন ওয়াক শুরু করলেন। পরনে শার্ট, প্যান্ট। ব্যাকগ্রাউন্ডে বাজছে মাইকেল জ্যাকসনের 'স্মুদ ক্রিমিনাল'। গানের তালে তিনিও স্মুদলি মুন ওয়াক করে দেখালেন নেটিজেনদের। 

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিও। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই নাচের ভিডিও। জ্যাকসনকে অনুসরণ করলেও, জলের তলায় উল্টে গিয়ে জয়দীপের এই মুন ওয়াকও মুগ্ধ করেছে সকলকে। 

আকর্ষণীয় খবর