Bangladesh: টলিউডের পর লক্ষ্য বলিউড! আমির খানের নায়িকার ভূমিকায় ফারিন?

নিজস্ব সংবাদদাতা: ভারতে তাঁর প্রথম ছবি অতনু ঘোষের আরও এক পৃথিবী।

কৌশিক গঙ্গোপাধ্যায়, অনিন্দিতা বসু, সাহেব চট্টোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে দাপিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল বাংলাদেশের তাসনিয়া ফারিনকে। দর্শক-সমালোচকেরা ফারিনের অভিনয়ের প্রশংসাও করেছেন। তারপরেই দ্বিতীয় বার তিনি ভারতীয় ছবিতে অভিনয়ের করার ডাক পেয়েছেন পরিচালক বিপ্লব গোস্বামীর থেকে। তাঁর আগামী ছবি ‘পাত্রী চাই’-এর জন্য। এ ছবিতে ফারিনের বিপরীতে অর্জুন চক্রবর্তী। দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, মমতাশঙ্করকে।

সেই খবর বাসি হতে না হতেই অভিনয় দুনিয়ায় নতুন ঝড়, এবার নাকি আমির খানের নায়িকা হচ্ছেন বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী! খবরের সত্যতা জানতে সে দেশের সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল ফারিনের সঙ্গে। সবিস্তার জানতে চাইতেই নায়িকার জবাব, কয়েকটি সংবাদমাধ্যমে তিনিও এই খবর পড়েছেন। এখনও কিছু সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা না বলেই এমন ভুল খবর ছড়াচ্ছে। তাঁর সাফ দাবি, তিনি আমির খানের প্রযোজনা কিংবা বলিউডের কোনও ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হননি। 

তা হলে কেন আমির খানের সঙ্গে ফারিনের নাম জড়াল? নায়িকার যুক্তি, আমির খানের সঙ্গে ফারিনের কোনও যোগসূত্র নেই। কিন্তু বিপ্লবের সঙ্গে বলিউডের নায়ক যুক্ত। বিপ্লবের লেখা চিত্রনাট্য থেকেই ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করেছেন আমির। ওই ছবির পরিচালক প্রাক্তন স্ত্রী কিরণ রাও। দুইয়ে দুইয়ে চার করতে গিয়েই আমিরের সঙ্গে নাম জড়ানো হয়েছে ফারিনের।

আকর্ষণীয় খবর