আজকাল ওয়েবডেস্ক: ফের একবার নতুন লুকে প্রকাশ্যে এলেন অভিনেতা স্বস্তিকা মুখার্জি। চমকে দিলেন তাঁর ভক্তদের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বস্তিকা একদম অন্যরকম সাজে ছবি শেয়ার করলেন। নাকে নাথনি, কপালে টিপ পরে ছবি শেয়ার করলেন অভিনেতা। ছবিগুলি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ প্রতিটি ছবিতেই উঁকি মারছে অভিনেতার বক্ষ্মসন্ধি। স্বস্তিকার ওই ছবি দেখে অনুরাগীরা তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন। এটা ঘটনা, সাজগোজ হোক বা অভিনয়, স্বস্তিকা যে সব সময় নিজের অভিনয় এবং মতামত প্রকাশ করে সবাইকে চমকে দেন, তা এবারও ইনস্টাগ্রামে তাঁর ছবিগুলিতে স্পষ্ট হয়ে উঠেছে। অনুরাগীদের ভালবাসার পাশাপাশি সমীতা শেট্টির মতো সেলেবরাও মন্তব্য করতে শুরু করেন স্বস্তিকার নতুন লুক দেখে।
এই মুহূর্তে অভিনেতা ব্ল্যাক উইডোর পর আরও বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন।