Aarya 3: ফ্লোরে আসছে ‘আর্যা ৩’, নতুন বছরে শ্যুটিং শুরু সুস্মিতা-সিকন্দরের?

সংবাদসংস্থা মুম্বই: সিরিজ ‘আর্যা ৩’ আসছে।

খবরটা প্রথম ভাগ করে নিয়েছিলেন সুস্মিতা সেন। সঙ্গে সঙ্গে ভাইরাল সেই খবর। অনুরাগীদের তার পর থেকেই হা-পিত্যেশ অপেক্ষা, কবে শ্যুটিং শুরু হবে? বলিউড সংবাদমাধ্যম বলছে, সব ঠিক থাকলে নতুন বছরে ফ্লোরে যাবেন সুস্মিতা সেন-সিকন্দর খের। অর্থাৎ, জানুয়ারিতে শ্যুট শুরু হতে পারে জনপ্রিয় ক্রাইম সিরিজটির। সিকন্দর এই মুহূর্তে পরিচালক ভাসান বালার ‘মণিকা ও মাই ডার্লিং’য়ে অভিনয় করে সবার ‘ডার্লিং’। খবর, তিনিই এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত ২০২৩-এ তিনি আরও একবার রাম মাধবনির সিরিজে ‘দৌলত’-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

আরও পড়ুন: Kamal Haasan: হাল্কা জ্বর, অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে বাড়িতে কমল হাসান

এই নিয়ে পরপর তিনটি পর্বে একই ভূমিকায় অভিনয় করছেন সিকন্দর। কতটা একঘেয়ে আর কতখানি চ্যালেঞ্জিং? প্রশ্ন রেখেছিলেন বলিউড সাংবাদিকেরা। সিকন্দর বলেছেন, ‘‘অনেকের কাছেই হয়ত বিষয়টি একঘেয়ে। আমার কাছে ঠিক উল্টো। প্রত্যেক বার ‘দৌলত’-এর জুতো পা গলাচ্ছি। প্রত্যেক বার নিজেকে নতুন ভাবে আবিষ্কার করছি। তাই একঘেয়েমি নয়, পুরো ব্যাপারটাই চ্যালেঞ্জিং আমার কাছে। দ্বিতীয় সিজনেও দু’এক দিনের মধ্যেই তাই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারতাম। আশা, এবারেও সেটাই হবে।’’

সোশ্যাল মিডিয়ায় নতুন সিজনের কথা বলেছেন। কিন্তু চরিত্র অর্থাৎ ‘আর্যা’ নিয়ে এখনও মুখ খোলেননি সুস্মিতা। তাঁর চরিত্রে নতুনত্ব কী যোগ হচ্ছে? কিছুই জানা যায়নি। তবে সিকন্দরের দাবি, পরপর তিনটি সিরিজে অভিনয় করায় টিম ‘আর্যা’ই এখন তাঁর পরিবার। পরিচালক মাধবনির সঙ্গে নিজের চরিত্র নিয়ে নিয়মিত কথা হচ্ছে তাঁর। কখনও সাজপোশাক নিয়ে কথা বলছেন পোশাকশিল্পীর সঙ্গে। ‘আর্যা’ ছাড়াও সিকন্দরকে আগামীতে দেখা যাবে দেব পটেলের ‘মাঙ্কি ম্যান’, সিদ্ধার্থ সিং, গরিমা ওয়াহালের ‘দুকান’-এ। ‘’

আকর্ষণীয় খবর