আজকাল ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সুষমার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডও। অনুষ্কা শর্মা টুইট করেছেন, ‘সুষমা স্বরাজ জি–র আকস্মিক মৃত্যুর খবরটা পেয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ জাভেদ আখতার বলেছেন, ‘সুষমা জি–র মৃত্যুতে খুব দুঃখ পেয়েছি। লোকসভায় যেভাবে কথা বলতেন, তা আমাকে মুগ্ধ করত। গোটা সঙ্গীত জগৎ শোকস্তব্ধ। আপনি ব্যতিক্রমী চরিত্র ছিলেন। আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে দেশ।’ পরিচালক করণ জোহর টুইট করেছেন, ‘যেখানেই থাকুন। শান্তিতে থাকুন সুষমা জি। দুরন্ত নেত্রী ও মন্ত্রী ছিলেন। তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা।’ পরিণীতি চোপড়া বলেছেন, ‘সু্ষমা জি আম্বালা ক্যান্টনমেন্টের মেয়ে ছিলেন। আমিও ওখানকার মেয়ে। ছোট্ট গ্রাম থেকে সুষমা জি যেভাবে উঠে এসেছিলেন। তাতে সবাই ওনাকে নিয়ে গর্ব করত। সুষমা জি শান্তিতে থাকুন। ব্যক্তিগত স্তরে আপনি হচ্ছেন আমার অনুপ্রেরণা।’ স্বরা ভাস্কর বলেছেন, ‘শান্তিতে থাকুন সুষমা জি। অনেক বড় রাজনীতিক ছিলেন। দুরন্ত সাংসদ। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। অনেকের কাছেই ছিলেন অনুপ্রেরণা।’ একতা কাপুর শোকবার্তায় বলেছেন, ‘কেরিয়ারের প্রথম দিকে সুষমা জি আমার পাশে ছিলেন। জীবনের প্রথম পুরষ্কার ওনার হাত থেকেই পেয়েছিলাম। যা আজও স্মৃতি হিসেবে রয়ে গেছে। সুষমা জি আমায় বলেছিলেন, মহিলাদের উন্নতিতে অবশ্যই একজন মহিলার সাহায্য করা উচিত। যেখানেই থাকুন। শান্তিতে থাকুন।’ অভিনেতা রীতেশ দেশমুখ বলেছেন, ‘ভারতীয় রাজনীতিতে বড় ক্ষতি। সুষমা স্বরাজ জি আর বেঁচে নেই। বিদেশ মন্ত্রী হিসেবে খুব ভাল কাজ করেছিলেন। তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।’ সানি দেওল বলেছেন, ‘সুষমা জি–র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। দেশের অন্যতম সেরা নেত্রী ছিলেন। আমরা ওনাকে মিস করব। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল সমবেদনা।’ হেমা মালিনী বলেছেন, ‘ভারতীয় রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হল। অসাধারণ প্রশাসক ছিলেন।’ শাবানা আজমি বলেছেন, ‘সু্ষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল।’ আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘সু্ষমা স্বরাজ জি–র আত্মার শান্তি হোক।’ সোফিয়া চৌধুরী বলেছেন, ‘সুষমা স্বরাজ জি–র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার মতো দুরন্ত নেত্রী ছিলেন আমার অনুপ্রেরণা। দীর্ঘদিন দেশের সেবা করেছেন।’ প্রসূন যোশী বলেছেন, ‘সত্যিকারের দুরন্ত নেত্রী। খুব তাড়াতাড়ি চলে গেলেন। আপনার কাছ থেকে অনেককিছু শিখেছি।’