Subhashree Ganguly: ওটিটি সিরিজে অভিষেক, টিজারে বৃদ্ধার বেশে চমক শুভশ্রীর

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১১ বছর পর প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সাথে আবার গাঁটছড়া বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

এসভিএফ এর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে  শুভশ্রীর। পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এখানে  ইন্দুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। এরইমধ্যে সিরিজে তাঁর লুক প্রকাশ পেয়ছে। সাদা চুল, কোঁচকানো চামড়ার এক বৃদ্ধার বেশে দেখা গিয়েছে শুভশ্রীকে।
কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই নতুন সিরিজ। আগস্টের শেষ থেকে শুরু হয়েছে শ্যুটিং। তরুণী ইন্দুকে কেন্দ্র করেই গাঁথা হয়েছে এই সিরিজের গল্প। একজন নারীর জীবন সংগ্রামের গল্প বলবে এই নতুন সিরিজ।
শুভশ্রী তাঁর ওটিটি অভিষেক নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, ‘সিরিজে আমার চরিত্রের অনেকগুলি স্তর রয়েছে। যার ফলে চ্যালেঞ্জও অনেক বেশি। এজন্যেই আমার মনে হয়েছে অভিষেকের জন্য এই সিরিজটিই শ্রেষ্ঠ। ইন্দুবালা জটিল, অনুপ্রেরণামূলক এবং শক্তিশালী একটা চরিত্র। সত্যি বলতে আমি কিছুটা নার্ভাস এবং একই সঙ্গে দারুণ উৎসাহিত’

আকর্ষণীয় খবর