আজকাল ওয়েবডেস্ক: বিশেষ বান্ধবীর জন্মদিন বলে কথা! পাশে তো হাজির থাকবেনই।
শুধু কি তাই! কেক কাটার বিশেষ মুহূর্তে শ্রীময়ী চট্টরাজের হাতের উপর তাঁর হাত। অভিনেতা, রাজনীতিক কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর ভিডিওটি নিয়েই আপাতত চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার জন্মদিন ছিল অভিনেত্রীর। তবে এবার শহরে উদযাপন নয়। শহর থেকে দূরে বিশেষ বন্ধুদের পাশে নিয়েই উদযাপনে মেতে উঠেছিলেন শ্রীময়ী। লাল রঙের গাউনে বার্থ ডে গার্লের থেকে চোখ ফেরানো যেন দায়। মাথায় মুকুট। তাঁকে ঘিরে বন্ধুরা। বাজছে গান। সামনে রাখা দুটো কেক। এমন বিশেষ মুহূর্তে হাজির কাঞ্চনও। কেক কাটার সময় শ্রীময়ীর পাশে দাঁড়িয়ে তিনিও আনন্দঘন মুহূর্তের সাক্ষী ছিলেন।
ভাইরাল ভিডিওতেই দেখা গিয়েছে, জন্মদিনের পার্টিতে দু'জনেই ম্যাচিং রঙের পোশাকে সেজেছিলেন। লাল গাউনে অভিনেত্রী, অন্যদিকে সাদা শার্ট, প্যান্ট এবং লাল রঙের কোটে সেজেছিলেন কাঞ্চন। উল্লেখ্য, এই প্রথমবার নয়। কাঞ্চনের জন্মদিনেও এভাবেই হুল্লোড়ে মেতে উঠতে দেখা গিয়েছিল শ্রীময়ীকে। তখন কালো পোশাকে সেজেছিলেন দুজনে। 'মেন্টর ও বন্ধু'র জন্মদিনে পাশে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা