Shahrukh-Gouri: উষ্ণতার পারদ চড়াল শার্টলেস ছবি, প্রকাশ্যে খুনসুটি শাহরুখ-গৌরীর

আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় দুপুরে নেট দুনিয়ায় হইহই কাণ্ড! নিজের একটি ছবি পোস্ট করেছেন কিং খান।

পরনে শুধু অলিভ রঙের ট্রাউজার। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। প্রতিটি অ্যাবস সুস্পষ্ট। বাদামী রঙের সোফায় এলিয়ে রয়েছেন। হাত দিয়ে মুখ ঢাকা। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। কিং খানের এই অবতার দেখেই থ নেটিজেনরা। বলিউড থেকে টলিউডের তারকারাও মুগ্ধতা প্রকাশ করেছেন এই ছবি দেখে। ভাইরাল ছবিতেই খুনসুটিতে মেতে উঠতে দেখা গেল গৌরীকে। 

 

উষ্ণ ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছিলেন, 'আজ নিজের শার্টকে কিছু কথা বলতে ইচ্ছে করছে: তুমি থাকলে না জানি কী হতো! তুমি হয়রান হতে। হাসতে। তুমি থাকলে হয়ত এরকমই হতো!' এরপর কিং খানের সংযোজন, 'শার্টকে এতকিছু বলার পাশাপাশি আমি পাঠানের জন্য অপেক্ষাও করছি।' এই ছবির নীচেই টিপ্পনি করলেন শাহরুখ পত্নী গৌরী খান। তিনি লিখলেন, 'উফ! আজকাল শার্টের সঙ্গেও ইনি কথা বলছেন!' প্রকাশ্যে শাহরুখ-গৌরীর এই খুনসুটি নজর কেড়েছে সকলের। 

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় বড় ধামাকা নিয়ে ফিরতে চলেছেন কিং খান। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান', ২ জুন 'জওয়ান', ২২ ডিসেম্বর 'দুনকি'। একবছরে তিনটি ছবিতে মুখ্য ভূমিকা ছাড়াও সলমনের ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। 

আকর্ষণীয় খবর